বাইডেনের নির্বাচনী টিমের সঙ্গে যোগাযোগের দাবি অস্বীকার করলো রাশিয়া

250

র কথা অস্বীকার করেছে রাশিয়া। দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, জো বাইডেনের নির্বাচনি টিমের সঙ্গে মস্কো কোনো ধরনের সম্পর্ক স্থাপন করেনি। খবর পার্সটুডে’র।

রিয়াবকভ গতকাল (বুধবার) মস্কোয় আরো বলেন, ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেছে বলে মার্কিন কর্মকর্তারা যে অভিযোগ করেছিলেন এখনো মস্কো তা ভুলে যায়নি। তিনি বলেন, রাশিয়া বহুবার ওই নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করেছে।

সাম্প্রতিক মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের সহকারীদের সঙ্গে রাশিয়া যোগাযোগ করেছে বলে কোনো কোনো মার্কিন গণমাধ্যম অভিযোগ করার পর রিয়াবকভ এ বক্তব্য দিলেন।

এর আগে মার্কিন কর্মকর্তারা গত কয়েক মাস ধরে কোনো দলিল-প্রমাণ উপস্থাপন ছাড়াই অভিযোগ করে আসছিলেন, ইরান, রাশিয়া ও চীন ৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করার চেষ্টা করছে।

এদিকে গত সপ্তাহের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের কাছে হেরে গেলেও এখন পর্যন্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরাজয় মেনে নেননি।

Leave A Reply

Your email address will not be published.