বাইডেনের নাতনির ‘মর্মস্পর্শী’ ছবি পোস্ট, মুহুর্তেই ভাইরাল

167

আন্তর্জাতিক ডেস্ক : জো বাইডেনের নাতনি নতুন নির্বাচিত প্রেসিডেন্টের একটি ছবি শেয়ার করেছেন। সেখানে দেখা যায়, তাকে সবাই জড়িয়ে ধরছেন। তার নির্বাচনের জয়ের কথা বলার পরই তাকে জড়িয়ে ধরেন বলে এক প্রতিবেদনের বরাত দিয়ে জানিয়েছে নিউইয়র্ক পোস্ট। জো বাইডেনের নাতনি নাওমি বাইডেনের টুইটার অ্যাকাউন্ট থেকে ছবিটি পোস্ট করা হয়।

ছবিটির পোস্টে লেখা ছিল শুধু তারিখ ‘১১.০৭.২০২০’। সিএনএনের মতে, বাইডেনের নাতি-নাতনিরাই বিজয়ের খবরটি প্রথম শোনান। পেনসিলভানিয়ায় জয়ের পরই তারা বিজয়ের খবর শোনান। নানা হিসাব-নিকাশের অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। পেনসিলভানিয়ায় জয়ের ফলে তার জয় নিশ্চিত হয়ে যায়।

জীবনে নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে আসা রাজনীতির এই মানুষটি যেন তামাম দুনিয়ার রাজনীতির এক বিস্ময়। এদিকে, ডোনাল্ড ট্রাম্প পরাজয় স্বীকার করে নেওয়ার জন্য অপেক্ষা না করেই বিশ্ব নেতারা প্রেসিডেন্ট পদে সদ্য নির্বাচিত ট্রাম্পের প্রতিপক্ষ জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন। সূত্র : নিউইয়র্ক পোস্ট।

Leave A Reply

Your email address will not be published.