আইসোলেশনে থেকেও আমি বাস পোড়ানো মামলায় প্রধান আসামি: ইশরাক
ঢাকা: রাজধানীতে বৃহস্পতিবার বাস পোড়ানো মামলায় বিএনপি চেয়ারপারসনের বৈদেশিক বিষয়ক উপকমিটির সদস্য ইশরাক হোসেনকে প্রধান আসামি করায় এর প্রতিবাদ জানিয়েছেন তিনি। এই মামলাকে ভিত্তিহীন উল্লেখ করে তিনি বলেন, গত কয়েকদিন ধরে আমি অসুস্থ থাকায় বাসায় আইসোলেশনে আছি। বাসা থেকে একেবারেই বের হচ্ছি না। আইসোলেশনে থেকেও মামলার প্রধান আসামি হয়েছি আমি।
ইশরাক হোসেনকে প্রধান আসামি করে মতিঝিল থানা পুলিশের পক্ষ থেকে এসআই মো. হুমায়ন কবির বাদী হয়ে এ মামলা করেন। তার বিরুদ্ধে অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগ আনা হয়েছে।
পুলিশ জানায়, এ মামলায় প্রধান আসামি করা হয়েছে ইশরাক হোসেনকে। মামলায় তিনি ছাড়াও আসামি করা হয়েছে ৪১ জনকে। বৃহস্পতিবার মতিঝিলসহ রাজধানীর বিভিন্ন থানায় পুলিশের পক্ষ থেকে মোট ১৩টি মামলা করা হয় বলে জানানো হয়।