মুজিববর্ষে সংসদের বিশেষ অধিবেশন উপলক্ষে ডাকটিকিট অবমুক্ত

192

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষে আহ্বান করা সংসদের বিশেষ অধিবেশন উপলক্ষে বৃহস্পতিবার স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি জাতীয় সংসদে নিজ কার্যালয়ে এ ডাকটিকিট অবমুক্ত করেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং জানিয়েছে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান ও ডাক অধিদপ্তরের পরিচালক (স্ট্যাম্পস) মো. আলতাফুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.