হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে গেলেন ছাত্রলীগ নেতা
ঢাকা: বরের বাড়ি থেকে কনের বাড়ির দূরত্ব মাত্র পাঁচ কিলোমিটার। ওই পথ পাড়ি দিতে হেলিকপ্টার ভাড়া করেন বর। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার বিশনন্দী কলাপাড়া গ্রামে।
বরের নাম সাখাওয়াত হোসেন সাক্কু। বিশনন্দী কলাপাড়া গ্রামে খোকন মিয়ার ছেলে। সাখাওয়াত বিশনন্দী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।
জানা যায়, মঙ্গলবার সাখাওয়াত বিয়ে করতে যান পাশের আড়াইহাজার পৌরসভার মুকুন্দি গ্রামে। ওই গ্রামের হেলালউদ্দিনের মেয়ে শাহীনুর আক্তার হ্যাপীর সঙ্গে তার বিয়ে হয়। বিশনন্দী মসজিদ মাঠ থেকে হেলিকপ্টারে চড়েন বর সাখাওয়াত হোসেন সাক্কু। দুপুর ২টা ৪৫ মিনিটে হেলিকপ্টারটি সেখান থেকে কনের বাড়িতে রওনা হয়। বিকেল ৪টা ১০ মিনিটে কনের বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়। এরপর হেলিকপ্টারে করে নববধূকে নিয়ে নিজ গ্রামে ফেরেন সাখাওয়াত।
সাখাওয়াতের পরিবার জানায়, সাক্কুর শখ হয়, বিয়ে করলে হেলিকপ্টার নিয়ে কনের বাড়ি যাবে। তার সেই স্বপ্ন ও শখ পূরণ হয়েছে।