এথেন্সে প্রথমবারের মতো জুমার নামাজ পড়লেন মুসল্লিরা

231

আন্তর্জাতিক ডেস্ক: অটোমান সাম্রাজ্যের পতনের দুইশ বছর পর এই প্রথম স্থাপিত হওয়া মসজিদে শুক্রবার প্রথম জুমার নামাজ আদায় করেছে গ্রীক মুসুল্লিরা। সামাজিক দূরত্ব মেনে সেখানে নামাজ আদায় করেন তারা।

এর আগে, দীর্ঘ লড়াই শেষে সোমবার মাগরিবের নামাজের মধ্য দিয়ে গ্রীসে যাত্রা শুরু হয় অটোমান পরবর্তী প্রথম মসজিদের।

মসজিদের প্রথম ইমাম হিসেবে নিয়োগ পেয়েছেন মরক্কো বংশোদ্ভূত ৪৯ বছর বয়সী গ্রীক নাগরিক জাকি মাহমুদ।
গ্রীসের ধর্ম বিষয়ক সচিব জর্জিয়াস ক্যালানন্টিস জানান, মসজিদটি সকলের কাছে গণতন্ত্র ও ধর্মীয় স্বাধীনতার একটি বার্তা পৌছে দেবে।

১৯৭৯ সাল থেকেই স্থানীয় অর্থডক্স চার্চ মসজিদটি চালু করার বিরোধীতা করে আসছিল। সর্বশেষ ২০০৬ সালে সরকার মসজিদটি চালু করার অনুমতি দিলেও নানা আইনি জটিলতায় তা চালু করা হয়নি।

Leave A Reply

Your email address will not be published.