মাস্ক ছাড়াই ভোট কেন্দ্রে মেলানিয়া ট্রাম্প

235

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প কড়া নিরাপত্তার মধ্যে এক কেন্দ্রে একাই ভোট দিলেন। মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমস জানায়, মাস্ক ছাড়াই ভোট কেন্দ্রে মেলানিয়া ট্রাম্পকে দেখা যায়। তার সঙ্গে পরিবারের অন্য কাউকে দেখা যায়নি।

জানা গেছে, তিনি ট্রাম্পের মতো আগাম ভোট দেননি। ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচের একটি কেন্দ্রে আজ ভোট দিয়েছেন। এক বছর আগে ট্রাম্প-মেলানিয়া দম্পতি নিউইয়র্ক ছেড়ে ফ্লোরিডার বাসিন্দা হন।

এসময় প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কেন আগাম ভোট দেননি- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মেলানিয়া বলেন, আমি আগে থেকেই চেয়েছিলাম আজকের দিনে ভোট দিতে, তাই ভোটের দিনই আসা।’
উল্লেখ্য, এর আগে গত ২৫ অক্টোবর ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচ এলাকায় আগাম ভোট দেন ডোনাল্ড ট্রাম্প। পরে নিজেই প্রকাশ্যে জানিয়ে দেন, ‘ডোনাল্ড ট্রাম্প নামের একজনকে ভোট দিয়েছি।’

Leave A Reply

Your email address will not be published.