বাসায় ফিরেছেন ব্যারিস্টার রফিক উল হক
ঢাকা: সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হকের শারীরিক অবস্থা বর্তমানে স্বাভাবিক রয়েছে। ফলে তাকে বাসায় যাবার অনুমতি দিয়েছেন চিকিৎসকরা। শুক্রবার তিনি অসুস্থ বোধ করায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
শনিবার (১৭ অক্টোবর) হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা তবিবুর রহমান আকাশ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে শারীরিকভাবে অসুস্থ হওয়ায় প্রবীণ এই আইনজীবীকে রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে ভর্তি হন। পরীক্ষা-নিরীক্ষা করে তাকে হাসপাতালটির ভিআইপি কেবিনে রেখে চিকিৎসা দেওয়া হয়। তিনি হাসপাতালের ডা. রিচমন্ড রোল্যান্ড গোমেজের তত্ত্বাবধানে ছিলেন। বার্ধক্যজনিত, ইউরিন ইনফেকশন এবং রক্ত শূন্যতার কারণে তিনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হয়।
শনিবার সকালে তাকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান তিনি।