জাপানে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ

189

ঢাকা: জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসে শুক্রবার নতুন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন শাহাবুদ্দিন আহমদ। খবর ইউএনবি’র।

যোগদানকালে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং সম্ভ্রম হারানো দুই লাখ মা-বোনের ত্যাগ ও অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।

এছাড়া, ১৯৭৫ সালের ১৫ আগস্ট নির্মম হত্যাকাণ্ডের শিকার বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব এবং বঙ্গবন্ধু পরিবারের অন্যান্য সদস্যের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ।

রাষ্ট্রদূত নিয়োগ করায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ এবং বাংলাদেশ-জাপান সম্পর্ক উন্নয়ন ও প্রবাসীদের কল্যাণে কাজ করার দৃঢ় অভিপ্রায় ব্যক্ত করেন।

এ জন্য প্রবাসীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন রাষ্ট্রদূত।

শাহাবুদ্দিন আহমদ এর আগে বাংলাদেশ সরকারের সচিব হিসেবে খাদ্য মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন। এছাড়া প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন তিনি।

Leave A Reply

Your email address will not be published.