ই-ভ্যালির চেয়ারম্যান-এমডির ব্যাংক হিসাব স্থগিতের নি‌র্দেশ

228

ঢাকা: ডিজিটাল বাণিজ্যিক প্রতিষ্ঠান ই-ভ্যালির চেয়ারম্যান শামীমা নাস‌রিন ও ব্যবস্থাপনা প‌রিচালক (এম‌ডি) মো. রা‌সেলের প‌রিচা‌লিত সব ব্যাংক হিসাব স্থগিত ক‌রার নি‌র্দেশ দি‌য়ে‌ছে কেন্দ্রীয় ব্যাংক। আগামী ৩০ দিন স্থগিত রাখ‌তে বলা হয়েছে।

বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে সব ব্যাংকে চিঠি দিয়ে এ নির্দেশনা দেয়া হয়।

বিএফআইইউ সূত্রে জানা গেছে, মানিলন্ডারিং আইন ২০১২ এর ক্ষমতা বলে এ স্থগিত রাখার নির্দেশ দেয়া হয়। স্থগিতাদেশের ক্ষেত্রে মানিলন্ডারিং প্রতিরোধ বিধিমালা ২০১৯ এর ২৬ এর ২ ধারার বিধানও প্রযোজ্য হবে।

Leave A Reply

Your email address will not be published.