আবারও ট্রাম্পের হাত সরিয়ে দিলেন মেলানিয়া (ভিডিও)
আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্ষ্টলেডি মেলানিয়ার একটি ভিডিও ঘুরছে সামাজিক যোগাযোগামাধ্যমে।
ভিডিওতে দেখা গেছে, মেলানিয়ার হাত ধরার চেষ্টা করছেন ৭৪ বয়সী ট্রাম্প। কিন্তু ৫০ বছর বয়সী মেলানিয়া সেই হাত সরিয়ে দিয়েছেন বা নিজের হাত সরিয়ে নিয়েছেন। পরপরই দুইবার এমন চেষ্টায় ব্যর্থ হন প্রেসিডেন্ট।
সোমবার (১৭ আগস্ট) নিউ জার্সির বেডমিনস্টার গলফ ক্লাব থেকে ওয়াশিংটনে ফিরেছিলেন ট্রাম্প। প্রেসিডেন্টকে বহনকারী বিমান এয়ারফোর্স ওয়ান থেকে নামার সময় মেলানিয়ার হাত ধরেছিলেন ট্রাম্প। সেকেন্ডের মধ্যে মেলানিয়া তার হাত সরিয়ে নেন। দ্বিতীয় দফা ট্রাম্প হাত ধরতে গেলে মেলানিয়া তাতে সাড়া দেননি। তবে ভিডিওতে মেলানিয়াকে উদ্দেশ করে কিছু বলতে শোনা গেছে।
ব্যর্থ ট্রাম্পকে শেষ পর্যন্ত তার হাত গুটিয়ে আনতে হয়।