ফটোগ্রাফার সায়ীদা খানমের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রথম নারী ফটোগ্রাফার সায়ীদা খানমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ এক শোক বার্তায় শেখ হাসিনা বলেন, ‘তিনি (সায়ীদা খানম) তার কর্মের মাধ্যমে দেশের জনগণের অন্তরে আজীবন স্মরণীয় হয়ে থাকবেন।’
প্রধানমন্ত্রী মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, সায়ীদা খানম গতরাত তিনটার দিকে রাজধানীর বনানীর বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর। সূত্র: বাসস