করোনা আক্রান্ত ভাইয়ের অবস্থা গুরুতর, দেখতে যাবেন ট্রাম্প?

273

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাই। ৭২ বছর বয়সী ভাইকে ম্যানহাটনের হাসপাতালে দেখতে যেতে পারেন ট্রাম্প। হোয়াইট হাউসের মুখপাত্র জাড ডেরে বলেছেন, আজই ভাইকে দেখতে যেতে পারেন প্রেসিডেন্ট ট্রাম্প।

তবে রবার্ট ট্রাম্প কেন হাসপাতালে থেকে চিকিৎসা নিচ্ছেন, সে ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি হোয়াইট হাউস। যদিও সে দেশের সরকারি কর্মকর্তারা বলছেন, ট্রাম্পের ভাইয়ের অবস্থা ভালো নয়।

হোয়াইট হাউসের মুখপাত্র জানান, ভাইয়ের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক অত্যন্ত ভালো। ট্রাম্পের কাছে একেবারে বিশেষ ব্যক্তি তার ভাই।

ট্রাম্পের চার ভাই-বোনের মধ্যে একজন রবার্ট ট্রাম্প। ট্রাম্পের পক্ষে মামলাও চালাচ্ছেন তার এই ভাই। তার সঙ্গে ব্যবসায়িক কাজও করেছেন রবার্ট।

সূত্র : ওয়ান নিউজ

Leave A Reply

Your email address will not be published.