ফুল দেয়ার প্রতিযোগীতা থেকে ধানমন্ডি ৩২ এ হট্টোগোল!

277

ঢাকা: কেন্দ্রীয় কমিটির নেতারা শ্রদ্ধা জানিয়ে চলে যাবার পরই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় ধানমন্ডি ৩২ নম্বরে।

যেন সবাই ভুলে যান, করোনা স্বাস্থ্যবিধি ও সুশৃঙ্খলা। এছাড়া হুড়োহুড়ির কারণে ভোগান্তিতে পড়েন জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাতে আসা যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা।

এমন পরিস্থিতিতে এগিয়ে আসতে দেখা যায়নি স্বেচ্ছাসেবকদের। ধাক্কাধাক্কির কারণে ভেঙ্গে যায় যুবলীগের পুষ্পস্তবক। পরে ভাঙা পুষ্পস্তবকেই শ্রদ্ধা জানায় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনটি। শৃঙ্খলার দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবকলীগের শ্রদ্ধা নিবেদনের সময়ও দেখা যায়নি শৃঙ্খলা।

এ পরিস্থিতিতে সব চেয়ে বেশি বিপাকে পরেন শ্রদ্ধা জানাতে আসা যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা। বিশৃঙ্খল পরিস্থিতিতে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় তাদের। বিশেষ ব্যবস্থা না থাকায় অনেকটা প্রতিকূল পরিস্থিতেই শ্রদ্ধা জানাতে হয় তাদের।

এছাড়া বিশৃঙ্খলার কারণে শ্রদ্ধা নিবেদনে আসা বিভিন্ন সংগঠনকে অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা।

Leave A Reply

Your email address will not be published.