মুজিববর্ষ উপলক্ষে যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরামের দোয়া মাহফিল

255

নিউইয়র্ক থেকে: বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ‘সেক্টর কমান্ডারস ফোরাম’-এর যুক্তরাষ্ট্র শাখার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদের সভাপতিত্বে সংক্ষিপ্ত এ অনুষ্ঠান সঞ্চালনা করেন সেক্রেটারি মুক্তিযোদ্ধা রেজাউল বারি।

এ সময় মুক্তিযোদ্ধা ও যুক্তরাষ্ট্রের ‘বাংলাদেশ লিবারেশন ওয়ার ভেটারন্স’-এর প্রেসিডেন্ট গোলাম মোস্তফা খান মিরাজ বলেন, ‘পঁচাত্তরের ঘাতকেরা পুনরায় গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য এবং মধ্যপ্রাচ্যে অবস্থানরত একটি চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত শেখ হাসিনা এবং তার সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে জঘন্য অপপ্রচারে লিপ্ত হয়েছে। একাত্তরের ঘাতকদের বিচারের বিরুদ্ধে যারা সংঘবদ্ধ ছিল, তারা এখন নতুন করে মাঠে নেমেছে।’

সেক্টর কমান্ডারস ফোরামের নির্বাহী সদস্য মুক্তিযোদ্ধা লাবলু আনসার বলেন, ‘বাঙালি জাতিকে স্বাধীনতা দিয়ে গোটাবিশ্বে নির্যাতিত-নিষ্পেষিত-বঞ্চিত-অবহেলিত মানুষের অবিসংবাদিত নেতায় পরিণত হওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্নের বাংলাদেশ রচনায় নিবেদিত শেখ হাসিনার নেতৃত্বকে সচেতন প্রবাসীরা সমর্থন দিচ্ছেন। এমন অবস্থায় বাংলাদেশের চিহ্নিত কিছু সাবেক আমলা এবং সুবিধাবাদী চরিত্রের মানুষ দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে এই প্রবাসেও। তারা রাজনীতিকদের চরিত্র হননে মরিয়া হয়ে উঠেছে ১/১১ পরবর্তী সময়ের মতো। এদের ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে।’

যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সেক্রেটারি ও ফোরামের যুগ্ম সম্পাদক আব্দুল কাদের মিয়া বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ রচনায় শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়ন কার্যক্রমে প্রবাসীরা আজ ঐক্যবদ্ধ। তবে ষড়যন্ত্রকারীরাও বসে নেই। আমাদের সজাগ থাকতে হবে অতন্দ্র প্রহরীর ন্যায়।’

সভাপতির সমাপনী বক্তব্যে মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ বলেন, ‘বাংলাদেশের বিরুদ্ধে বহুমুখী ষড়যন্ত্র চলছে।’ 

সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত এ সভায় আরও উপস্থিত ছিলেন, ‘বাংলাদেশ লিবারেশন ওয়ার ভেটারন্স’র সেক্রেটারি মুক্তিযোদ্ধা ফারুক হোসেন, সেক্টর কমান্ডারস ফোরামের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু, কোষাধ্যক্ষ আলিম খান আকাশ, সম্পাদকমণ্ডলীর সদস্য হাজী জাফরউল্লাহ, ফাহাদ সোলায়মান, আশরাব আলী খান লিটন, মুক্তিযোদ্ধা এনামুল হক, মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুস সাদেক, নিলুফা শিরিন, নিশা খান, আলমগীর কবীর, নাজিম উদ্দিন, কামাল হোসেন, আবু সাঈদ প্রমুখ।
 
আলোচনা শেষে মুক্তিযোদ্ধা এনামুল হকের নেতৃত্বে বিশেষ মোনাজাতে পঁচাত্তরের ১৫ আগস্টে শহীদদের আত্মার মাগফেরাত এবং বঙ্গবন্ধু পরিবারের জীবিত সকলের সুস্বাস্থ্য কামনা করা হয়। 

Leave A Reply

Your email address will not be published.