দেশে ফিরলেন মাহবুব-উল আলম হানিফ

396

ঢাকা: আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ কানাডা থেকে দেশে ফিরেছেন। প্রায় পঞ্চাশ দিন পর শুক্রবার তিনি দেশে ফেরেন।

গতকাল শুক্রবার (৭ আগস্ট) ভোর ৫টায় একটি ফ্লাইটযোগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

মাহবুব-উল আলম হানিফের ব্যক্তিগত সহকারী তারিকুল ইসলাম টুটুল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

গত ১৯ জুন বিকালে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকা ছেড়েছিলেন তিনি। কানাডায় স্থায়ীভাবে বসবাস করেন হানিফের স্ত্রী ও দুই ছেলে। সেখানে তার আরো আত্মীয়-স্বজন রয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.