সক্রিয় রাজনীতি করার ইচ্ছা নেই : সোহেল তাজ
ঢাকা: বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদের পুত্র ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ বলেছেন, আমি দীর্ঘ দিন সক্রিয় রাজনীতি থেকে দূরে আছি এবং আমার সক্রিয় রাজনীতি করার কোন ইচ্ছাও নেই। খবর ইউএনবি’র।
বৃহস্পতিবার নিজের ফেসবুক পেজে তিনি এ কথা বলেন। সম্প্রতি একটি গণমাধ্যমে তাকে নিয়ে একটি প্রতিবেদন করার পরিপ্রেক্ষিতে সোহেল তাজ আরো বলেন, শুরু হয়ে গেল আমার বিরুদ্ধে অপপ্রচার। সেই ‘পাগলা পুল নারাইশ না’ গল্পটা মনে পরে গেল!
সোহেল তাজ বলেন, ‘সাংবাদিক ভাই বোনদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে আমাকে নিয়ে রাজনীতি জনিত কোন সংবাদ করার আগে দয়া করে আমার সাথে যোগাযোগ করে নিবেন। আমাকে দয়া করে আমার মত থাকতে দিন ও আমি আমার অবস্থান থেকে ব্যক্তিগতভাবে যতটুকু পারি দেশ ও মানুষের জন্য ভাল কিছু করার চেষ্টা করব। ধন্যবাদ।’