এমন হজ আগে দেখেনি বিশ্ববাসী

256

আন্তর্জাতিক ডেস্ক : পশু কোরবানির মধ্য দিয়ে শেষ হলো এবারের সীমিত আয়োজনের হজ। শুক্রবার ফজরের নামাজ শেষে জামারাতে পাথর নিক্ষেপ করেন হাজিরা। করোনা সতর্কতায় এবার হজের প্রতিটি ধাপ কঠোরভাবে নিয়ন্ত্রিত হয়েছে।

করোনা মহামারীতে বদলে যাওয়া সময়ে অনুষ্ঠিত হলো এবারের পবিত্র হজ। আনুষ্ঠানিকতার প্রতিটি ধাপই ছিল নিয়ন্ত্রিত। শুক্রবার জামারায় শয়তানকে পাথর নিক্ষেপের পর পশু কোরবানি দেন হাজিরা।

লাখো মুসল্লির পদচারণায় প্রতিবছর মুখর থাকলেও এবার মসজিদুল হারাম এলাকায় ছিল একেবারেই ভিন্ন চিত্র। এমন হজ আগে আর কখনো দেখেনি বিশ্ববাসী।

এবারের হজে অংশ নিতে পেরেছেন কেবল সৌদি আরবে অবস্থানরত মুসল্লিরা। সর্বমোট এক হাজার মানুষ এবার হজ করার সৌভাগ্য অর্জন করেন।

কোভিড ঊনিশ থেকে সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা নেয় সৌদি সরকার। হজের জন্য মনোনীতদের প্রত্যেকের করোনা পরীক্ষা করানো হয়। হজ শুরুর আগে দুই ধাপে কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক করা হয়। এছাড়া, সব আনুষ্ঠানিকতায় হাজিদের মাস্ক পরা বাধ্যতামূলক ছিলো।

সংক্রমণ রোধে জমজমের পানি সরবরাহ করা হয়েছে প্লাস্টিকের প্যাকেটে। সেই পানিই পান করতে হয়েছে সবাইকে।

এছাড়া জামারাহ্তে শয়তানকে পাথর ছোঁড়ার আনুষ্ঠানিকতাতেও ছিল নতুনত্ব। এবার সর্বোচ্চ ৫০ জন হাজি এক সঙ্গে পাথর নিক্ষেপ করেছেন। সে পাথরও হাজিরা সংগ্রহ করেননি। জীবাণুমুক্ত পাথর সরবরাহ করা হয় আগেই।

Leave A Reply

Your email address will not be published.