টুইটার ট্রাম্প জুনিয়রকে নিষিদ্ধ করল

281

আর্ন্তজাতিক ডেস্ক: টুইটার কর্তৃপক্ষ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ট্রাম্প জুনিয়রকে টুইট করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে এ নিষেধাজ্ঞা ১২ ঘণ্টা বলবৎ থাকবে। মঙ্গলবার টুইটার কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

এমন পদক্ষেপ নেয়ার বিষয়ে টুইটারের পক্ষ থেকে বিবিসিকে জানানো হয়েছে, ‘জুনিয়র ট্রাম্প তার টুইটার হ্যান্ডেলে যে ভিডিও বার্তাটি পোস্ট করেছিলেন তা কোভিড-১৯ নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো ঠেকাতে আমাদের নীতির পরিপন্থী। আমরা আমাদের নীতির সঙ্গে সামঞ্জস্য রেখেই এমন পদক্ষেপ নিয়েছি।’

এদিকে এমন নিষেধাজ্ঞার বিষয়ে ট্রাম্প জুনিয়রের মুখপাত্র অ্যান্ডি সুরাবিয়ান বিবিসিকে বলেন, টুইটার কর্তৃপক্ষ নিজেদের সীমানার বাইরে গিয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে।

প্রসঙ্গত, হাইড্রক্সিক্লোরোকুইনকে করোনায় কার্যকরী ওষুধ বলে প্রচার চালিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওষুধটিকে করোনায় ‘গেম চেঞ্জার’বলে অভিহিত করেছিলেন। এবার সেই ওষুধের প্রচারণা চালাতে গিয়ে নিষেধাজ্ঞায় পড়লেন তার বড় ছেলে।

Leave A Reply

Your email address will not be published.