মডার্ন হাসপাতালে আরেক অমানবিক কাণ্ড
ঢাকা: করোনা রোগী নিয়ে আবারো চরম অমানবিক এক কাণ্ড ঘটল রাজধানীর ধানমণ্ডি এলাকার আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে। শনিবার সকালে ওই হাসপাতালের এইচডিইউতে চিকিৎসাধীন করোনা রোগী মোখলেস উদ্দিন আহমেদ (৮৭) মারা যান।
এ সময় তার পরিবারের সদস্যরা একটি স্বেচ্ছাসেবক সংগঠনের কর্মীদের ডাকেন তার মরদেহ ব্যবস্থাপনার জন্য। ওই স্বেচ্ছাসেবকরা মৃত রোগীর কাছে গিয়ে দেখেন মরদেহ বিবস্ত্র অবস্থায় পড়ে আছে। এ সময় তারা হাসপাতালে স্টাফদের কাছে মরদেহ ঢাকার জন্য কোনো কাপড় বা চাদর চাইলে হাসপাতালে লোকজন তা দিতে অস্বীকৃতি জানান। পরে অনেক অনুনয় বিনয় করে প্রায় আধা ঘণ্টা অপেক্ষার পর তাদেরকে একটি চাদর দেওয়া হয়।
এ বিষয়ে গত রাতে আনোয়ার খান মডার্ন হাসপাতালে সিনিয়র কর্মকর্তা অধ্যাপক ডাক্তার এহতেশামুল হক কালের কণ্ঠকে বলেন, ওই মরদেহ বিবস্ত্র অবস্থায় ছিল না। স্বেচ্ছাসেবকরা দাফন-কাফনের কাপড় দাবি করছিল। কিন্তু সাধারণত এই কাপড় রোগীর স্বজন বা যারা দাফনের ব্যবস্থাপনা করবে তারা নিয়ে আসেন। কোনো হাসপাতাল থেকেই কাফনের কাপড় সরবরাহ করা হয় না। বিষয়টি আসলে ভুল বোঝাবুঝি ছাড়া কিছু নয়।
সূত্র : কালেরকণ্ঠ