দরজা ভেঙে চীনা কনস্যুলেটে ঢুকল মার্কিন কর্মকর্তারা

235

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টনে অবস্থিত চীনা কনস্যুলেটের কর্মীরা অফিস ছাড়ার কিছুক্ষণের মধ্যে সেখানে অভিযান চালাতে দেখা গেল মার্কিন ফেডারেল এজেন্ট এবং স্থানীয় নিরাপত্তা বাহিনীকে।

‘মেডিকেল রিসার্চ চুরি’ এবং আরও কয়েকটি অভিযোগ এনে গত মঙ্গলবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কনস্যুলেটটি বন্ধের নির্দেশ দেন। বেইজিংকে বলা হয় শুক্রবারের ভেতর অবশ্যই সব ধরনের কার্যক্রম বন্ধ করতে হবে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার বিকেলে কনস্যুলেট অফিসিয়ালি বন্ধ করা হয়। এরপর মার্কিন প্রশাসনের কয়েকজন কর্মকর্তা পেছনের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করেন।

নিজেদের কনস্যুলেট বন্ধের পাল্টা ব্যবস্থা হিসেবে ইতিমধ্যে সিচুয়ান প্রদেশের চাংতুতে যুক্তরাষ্ট্রের কনস্যুলেট বন্ধের নির্দেশ দিয়েছে চীন।

যুক্তরাষ্ট্রের কনস্যুলেট বন্ধের নির্দেশ দেওয়ার কারণ ব্যাখ্যায় চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়, ‘যুক্তরাষ্ট্রের অযৌক্তিক ব্যবস্থা গ্রহণের বিরুদ্ধে আইনানুযায়ী প্রয়োজনীয় জবাব দিতেই কনস্যুলেট বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।’

ওদিকে ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘মেধাস্বত্ব’ চুরি করতে চীন সরকার তার দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র পাঠাচ্ছে।

এমনকি চীন তাদের সেনাবাহিনীর বিজ্ঞানীদের গবেষণার নামে যুক্তরাষ্ট্রে পাঠানোর পরিকল্পনা করেছে বলেও অভিযোগে দেশটির।

Leave A Reply

Your email address will not be published.