উপযুক্ত সময়ে যুক্তরাষ্ট্রের বিদ্বেষী আচরণের জবাব দেওয়া হবে : ইরান
আন্তর্জাতিক ডেস্ক : ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, উপযুক্ত সময়ে যুক্তরাষ্ট্রের প্রতিটি বিদ্বেষী আচরণের কঠোর জবাব দেওয়া হবে। সিরিয়ার আকাশে বৈরুতগামী ইরানের একটি যাত্রীবাহী উড়োহাজাকে দু’টি মার্কিন যুদ্ধ বিমানের তাড়া করার ঘটনায় মুসাভি এ হুঁশিয়ারি উচ্চারণ করলেন।
বৃহস্পতিবার সন্ধ্যার ওই ঘটনায় ইরানি বিমানের কয়েক যাত্রী আহত হন।
মুসাভি বলেন, যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমানের আচরণ আন্তর্জাতিক উড়োহাজাজ চলাচল আইনের লঙ্ঘন এবং বিশ্ব শান্তি ও নিরাপত্তা বিঘ্নকারী। মধ্য আকাশে যাত্রীবাহী বিমানকে চ্যালেঞ্জ করার এ ঘটনার বিরুদ্ধে ইরান আন্তর্জাতিক সংস্থাগুলোতে অভিযোগ জানাবে উল্লেখ করে মুসাভি বলেন, বলদর্পীতা প্রদর্শন করতে গিয়ে যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করতে দেবে না ইরান। যুক্তরাষ্ট্র যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি করতে না পারে সেজন্য সিরিয়াসহ পুরো মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহার করে নেয়ার আহ্বান জানান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।