যুক্তরাষ্ট্রে টানা ৪ দিনে চার হাজারের বেশি প্রাণহানি

234

আন্তর্জাতিক ডেস্ক : করোনার হানায় বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। টানা চার দিন ধরে দেশটিতে প্রতিদিনই এক হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছে।

শুক্রবার নতুন করে আরও ১ হাজার ১৯ জনের মৃত্যু হয়েছে। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায়া প্রাণ হারিয়েছে ১ লাখ ৪৫ হাজার ৩৫২ জন।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, গত বৃহস্পতিবার মারা গেছে ১ হাজার ১৪০ জন। বুধবার মৃত্যু হয়েছে ১,১৩৫ জনের। মঙ্গলবার মারা গেছে ১ হাজার ১৪১ জন।

ওই পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে আক্রান্ত হয়েছে কমপক্ষে ৭০ হাজার।সব মিলিয়ে ডোনাল্ড ট্রাম্পের দেশে করোনা আক্রান্ত ৪০ লাখ ছাড়িয়ে গেছে।

এর আগে গত জুনের প্রথম দিকে পরপর চারদিন এক হাজারের বেশি মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। এরপর করোনার সংক্রমণ কিছুটা কমতে দেখা গেলেও আবারও সংক্রমণের গতি বাড়ছে।

গত এপ্রিলে সংক্রমণ কিছুটা কমতে শুরু করলেও জুন থেকে ধীরে ধীরে সংক্রমণ বাড়তে শুরু করেছে। জুলাইয়ের মাঝামাঝি এসে আবারও সংক্রমণ বেড়ে গেছে। এদিকে, সংক্রমণ বাড়তে শুরু করার ছ’সপ্তাহের মাথায় মৃত্যুর সংখ্যাও লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

রয়টার্সের এক রিপোর্টে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় গড়ে প্রায় ২ হাজার ৬শ জন করোনায় আক্রান্ত হচ্ছে। বিশ্বের যে কোনও দেশের তুলনায় এই হার সর্বোচ্চ।

এদিকে, ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে ১ হাজার ১৪১ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। একদিনেই আক্রান্ত হয়েছে ৭৮ হাজার।

ফলে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪২ লাখ ৪৮ হাজার ৩২৭। মোট মৃত্যু হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৪৯০ জনের। সুস্থ হয়ে উঠেছে ২০ লাখ ২৮ হাজার ৭৪ জন।

Leave A Reply

Your email address will not be published.