সচিব নরেন দাসের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

304

ঢাকা: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব নরেন দাসের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২১ জুলাই) এক শোক বার্তায় প্রধানমন্ত্রী প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

গতকাল (২১ জুলাই) সন্ধ্যা ৭টা ১৫মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নরেন দাস।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ এক বিজ্ঞপ্তিতে তার মৃত্যুর তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জ্বর ও শ্বাসকষ্ট দেখা দেয়ায় লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব নরেন দাস স্ত্রীসহ গত ০৫ জুলাই রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ০৭ জুলাই সেখানে তাদের করোনা পরীক্ষা করা হয়। পরীক্ষার ফল পজিটিভ আসে। এরপর থেকে সেখানেই চিকিৎসাধীন ছিলেন তারা।

Leave A Reply

Your email address will not be published.