যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা ৩৬ লাখ ছাড়ালো

229

আন্তর্জাতিক ডেস্ক: জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (জেএইচইউ) সেন্টার ফর সিস্টেমস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) দেয়া তথ্য অনুসারে, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা ৩৬ লাখ ছাড়িয়ে গেছে। খবর ইউএনবি’র।

এছাড়া কোভিড-১৯ আক্রান্ত হয়ে দেশটিতে মৃতের সংখ্যা পৌঁছেছে ১ লাখ ৩৮ হাজার ৬৪৯ জনে।

মোট শনাক্ত হওয়া রোগীর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত নিউইয়র্কেই শনাক্ত হয়েছেন ৪ লাখ ৫ হাজার ৫৫১ জন।

নিউইয়র্কের পাশাপাশি ক্যালিফোর্নিয়ায় ৩ লাখ ৬৪ হাজার ৮৩৫ জন, ফ্লোরিডায় ৩ লাখ ২৭ হাজার ২৩৪ জন এবং টেক্সাসে ৩ লাখ ৮ হাজার ৬১১ জন রোগী শনাক্ত করা হয়েছে।

সিএসএসই’র তথ্য অনুযায়ী, এক লাখেরও বেশি কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে এমন রাজ্যের মধ্যে রয়েছে নিউ জার্সি, ইলিনয়, অ্যারিজোনা, জর্জিয়া, ম্যাসাচুসেটস এবং পেনসিলভেনিয়া।

Leave A Reply

Your email address will not be published.