স্বাস্থ্যখাতে কোথাও কোন সিন্ডিকেট নেই, নিয়মের বাইরে কোথাও কোন কিছু ঘটছে না : স্বাস্থ্যমন্ত্রী
ঢাকা: দেশের স্বাস্থ্যখাতে কোথাও কোন সিন্ডিকেট নেই। নিয়মের বাইরে কোথাও কোন কিছু ঘটছে না বলে দাবি করলেন স্বাস্থ্যমন্ত্রী। মঙ্গলবার (১৪ জুলাই) সম্প্রতি স্বাস্থ্যখাতের বিভিন্ন দুর্নীতি ও সিন্ডিকেট নিয়ে গণমাধ্যমের খবর প্রসঙ্গে জানতে চাইলে সময় সংবাদকে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালিক বলেন, নো কমেন্টস, এ বিষয়ে জানি না আমি। নরমাল নিয়ম অনুযায়ী সব কাজ হয়। নিয়ম অনুযায়ী কাজ হচ্ছে।
মন্ত্রীর কাছ থেকে জানতে চাওয়া হয় জনপ্রশাসন থেকে একটা নথি প্রকাশিত হয়েছে; এরকম একটা কথা বলছে, মন্ত্রী বলেন, আমার জানা নেই।