অবশেষে ডা. সাবরিনা গ্রেফতার

277

ঢাকা: করোনার নমুনা পরীক্ষা না করেই রিপোর্ট ডেলিভারি দেয়ায় জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান  ডা. সাবরিনা আরিফকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (১২ জুলাই) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগীয় উপ-পুলিশ কমিশনারের (ডিসি) কার্যালয়ে ডেকে এনে প্রাথমিক জিজ্ঞাসবাদ শেষে তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

ডিএমপির তেজগাও বিভাগের ডিসি হারুন অর রশিদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান জিজ্ঞািসাবাদে সন্তোজনক জবাব না পাওয়ায় ডা. সাবরিনা আরিফকে গ্রেফতার করা হয়েছে।

টেস্ট না করেই করোনার রিপোর্ট ডেলিভারি করে আসছিল জেকেজি হেলথ কেয়ার। প্রতারণার খবর প্রকাশ্যে আসার পরও ধরাছোঁয়ার বাইরে ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডা. সাবরিনা।

ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গা থেকে নমুনা সংগ্রহ করে কোনো পরীক্ষা না করেই প্রতিষ্ঠানটি ১৫ হাজার ৪৬০ জনকে করোনার টেস্টের ভুয়া রিপোর্ট সরবরাহ জেকেজি।

টেস্টের জন্য জনপ্রতি নেওয়া হয় সর্বনিম্ন পাঁচ হাজার টাকা। বিদেশি নাগরিকদের কাছে জনপ্রতি একশ’ ডলার। এ হিসাবে করোনার টেস্ট বাণিজ্য করে জেকেজি হাতিয়ে নিয়েছে সাত কোটি ৭০ লাখ টাকা। জেকেজির কেলেঙ্কারিতে আরিফ চৌধুরীসহ কয়েকজন আগেই গ্রেপ্তার হয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.