সাহারা খাতুনের মৃত্যুতে অস্ট্রিয়া আওয়ামী লীগের শোক

224

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য, সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে অস্ট্রিয়া আওয়ামী লীগ। 

সংগঠনের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির এক শোক বার্তায় বলেন, অ্যাডভোকেট সাহারা খাতুন আজীবন মানুষের অধিকার আদায়ের সংগ্রামে কাজ করে গেছেন। দলের দুঃসময়ে নেতা কর্মীদের পাশে থেকে আইনি সাহায্য সহযোগিতা দিয়েছেন। তাঁর এইসব ভূমিকার জন্য তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

Leave A Reply

Your email address will not be published.