উইঘুর মুসলিম নির্যাতনে চীনা কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

154

আন্তর্জাতিক ডেস্ক : উইঘুর মুসলিমদের ওপর নির্যাতন এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে চীনের শক্তিশালী পলিটব্যুরোর সদস্যসহ ৪ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা জারি করলো যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার, এ সিদ্ধান্ত জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

বিবৃতিতে বলা হয়, ভিসা নিষেধাজ্ঞা জারি করায় এসব কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না।

জানানো হয়, তাদের বিরূদ্ধে উইঘুরদের ওপর কঠোর নজরদারির অভিযোগ রয়েছে। এছাড়া সংখ্যালঘু মুসলিমদের বন্দি করা এবং জোরপূর্বক দীক্ষাদানের মতো রয়েছে গুরুতর অভিযোগ। তালিকায় রয়েছেন পলিটব্যুরোর সদস্য চেন কুয়াংগু। তিনি জিনজিয়াংয়ে কমিউনিস্ট পার্টির সেক্রেটারি। এছাড়া প্রদেশটির আরও ৩ কর্মকর্তাও রয়েছেন তালিকায়।

যুক্তরাষ্ট্রের দাবি, চীনের জিনজিয়াং প্রদেশে ১০ লাখেরও বেশি মুসলিমকে ক্যাম্পে আটকে রেখে নির্যাতন করা হচ্ছে। তবে, বেইজিং বরাবরই অভিযোগটি প্রত্যাখ্যান করে আসছে।

Leave A Reply

Your email address will not be published.