করোনামুক্ত হলেন এমপি মোকাব্বির
ঢাকা: হাসপাতাল ও বাসায় চিকিৎসা গ্রহণের পর দীর্ঘ ২১ দিনে করোনা মুক্ত হয়েছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান। আজ সোমবার ফলোআপ টেস্টে কোভিড-১৯ এর নেগেটিভ
রিপোর্ট আসে গণফোরাম থেকে নির্বাচিত এই এমপির।
এর আগে গত ১৫ জুন করোনার উপসর্গ (শ্বাসকষ্ট) নিয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন তিনি। পরদিন কারোনা শনাক্ত হয় তার।
হাসপাতালে ৭ দিন চিকিৎসা নিয়ে বাসায় ফিরে আরও ১৪ দিনের আইসোলেশনে ছিলেন তিনি। এ তথ্য ‘বাংলাদেশ প্রতিদিন’কে নিশ্চিত করে তার ব্যক্তিগত সহকারি মো. কয়েছ মিয়া বলেন, স্যার এখন আশঙ্কামুুক্ত। আল্লাহর রহমতে কোভিড-১৯ এর নেগেটিভ রিপোর্ট এসেছে আজ। যারা তার জন্যে দোয়া চেয়েছেন, তাকে সাহস ও মনোবল যুুগিয়েছেন সকলের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।