স্পেন থেকে ছড়িয়েছিল করোনাভাইরাস, দাবি চীনের

254

আন্তর্জাতিক ডেস্ক : নভেল করোনাভাইরাস চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়িয়েছে এমন তথ্য প্রকাশিত হয়ে আসছিল। তবে সম্প্রতি চীন দাবি করেছে, উহান থেকে নয়, করোনা ছড়িয়েছে স্পেন থেকে।

কমিউনিস্ট সরকারের সিনিয়র স্বাস্থ্য উপদেষ্টা ওয়াং গুয়াংফা বার্সেলোনার একটি গবেষণার কথা উল্লেখ করে বলেছেন, ২০১৯ সালের মার্চে স্পেনের বর্জ্য পানির নমুনায় নভেল করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়।

তাই করোনাভাইরাসের উৎস খোঁজার কার্যক্রম শুধু চীনেই সীমাবদ্ধ করে ফেলা উচিত হবে না।

চীন এমন সময় এসব কথা বলছে, যখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে দেশটিতে করোনার উৎপত্তিস্থল খুঁজতে যাওয়ার ঘোষণা এসেছে।

এদিকে আবারও রকেট গতিতে সংক্রমণ ছড়াচ্ছে করোনাভাইরাস। শনিবার বিশ্বে টানা দ্বিতীয় দিন দুই লাখের বেশি রোগী শনাক্ত হয়েছেন।

এ নিয়ে আক্রান্তের সংখ্যা ১ কোটি ১২ লাখ ছাড়িয়েছে। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৫ লাখ ২৯ হাজারের বেশি মানুষ।

বাংলাদেশ সময় শনিবার রাত ৯টা ২০ পর্যন্ত ওয়ার্ল্ডওমিটারসের তথ্য অনুযায়ী, বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ কোটি ১২ লাখ ৫৫ হাজার ১৩৮ জন। মারা গেছেন ৫ লাখ ৩০ হাজার ২৫২ জন।

অবস্থা আশঙ্কাজনক ৫৮ হাজার ৮৩৮ জনের। সুস্থ হয়েছেন ৬৩ লাখ ৮১ হাজার ৫৫ জন।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৯ হাজার ২৮, মৃত্যু হয়েছে ৫ হাজার ১৭০ জনের। যা আগের ২৪ ঘণ্টায় ছিল ২ লাখ ৯ হাজার ৩৭৯ ও ৫ হাজার ১৫৫ জন।

Leave A Reply

Your email address will not be published.