যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায় সড়ক দুর্ঘটনায় ৫ জনের প্রাণহানি

251

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় নর্থ ক্যারোলিনা রাজ্যের প্রধান নগরী শার্লটের মহাসড়কে শুক্রবার সন্ধ্যায় এক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত এবং কমপক্ষে তিনজন মারাত্মকভাবে আহত হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম একথা জানায়। খবর এএফপি’র।

খবরে বলা হয়, উত্তর শার্লটের ইন্টারস্টেট ৪৮৫ মহাসড়কে স্থানীয় সময় রাত ৮ টার কিছু সময় আগে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলের ভিড়িও ফুটেজে ট্রাক্টর-ট্রেইলারের মধ্যে সংঘর্ষ হতে দেখা যায়।

হাসপাতালের জরুরি বিভাগের কর্মকর্তরা জানান, তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় বা দুর্ঘটনার কারণ জানা যায়নি।

Leave A Reply

Your email address will not be published.