ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত ২

277

আন্তর্জাতিক ডেস্ক : ক্যালিফোর্নিয়ার রেড ব্লাফে ওয়ালমার্টের বিতরণ কেন্দ্রে গুলিবর্ষণের ঘটনায় অন্তত দুই জন নিহত ও চার জন আহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টায় এ গুলিবর্ষণের ঘটনা ঘটে। হামলার কারণ কিংবা হামলাকারী কে, তা তাৎক্ষণিক জানা যায়নি। খবর সিএনএনের।

রেড ব্লাফ সিটি ম্যানেজার রিক ক্র্যাবট্রি জানিয়েছেন, এক ব্যক্তি গাড়ি নিয়ে বিতরণ কেন্দ্র ভেঙে ভিতরে ঢুকে পড়ে অতর্কিত গুলি চালায়। দেওয়াল ভেঙে গাড়ি ভেতরে ঢুকে পড়ায় সেখানে আগুন ধরে যায়। এ সময় বিতরণ কেন্দ্রটিতে অন্তত ২০০ কর্মী ছিলেন।

ক্র্যাবট্রি বলেন, গুলিবর্ষণকারীও গুলিবিদ্ধ হয়েছে। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। আইন প্রয়োগকারীরা ওই সন্দেহভাজনকে গুলি করেছে কি না, তা পরিষ্কার নয়।

ডিগনিটি হেলথ নর্থ স্টেটের মিডিয়া রিলেশন ম্যানেজার অ্যালিসন হেনড্রিকসন জানান, ওয়ালমার্টের বিতরণ কেন্দ্র থেকে রেড ব্লাফের এলিজাবেথ কমিউনিটি হাসপাতালে গুলিবিদ্ধ ছয় জনকে আনা হয়েছে। তাদের মধ্যে দুই জন মারা গেছেন। আর বিস্তারিত কিছু জানাতে পারেননি তিনি।

তেহামা কাউন্টি শেরিফ অফিসের মুখপাত্র ইভেট্টি বরডেন জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশ ওই এলাকায় তল্লাশী করছে।

Leave A Reply

Your email address will not be published.