ফেনী জেলা আওয়ামী লীগ সভাপতির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
ঢাকা: ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আকরামুজ্জামানের মৃত্যুতে রবিবার গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, জনমানুষের নেতা হিসেবে আকরামুজ্জামান মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।
প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আকরামুজ্জামান রবিবার সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা গেছেন।