আওয়ামী লীগ নেতা রতনের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

264

ঢাকা: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জার্মান আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম রতনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

রাষ্ট্রপতি আজ এক শোক বার্তায় বলেন, মরহুম রতন বঙ্গবন্ধুর আদর্শে অবিচল থেকে জার্মানিতে বঙ্গবন্ধুর নীতি ও আদর্শ বাস্তবায়নে তৎপর ছিলেন। তার মৃত্যুতে দেশ একজন নিবেদিতপ্রাণ রাজনৈতিক নেতাকে হারালো।

কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার পাটদিয়াকুল গ্রামে জন্মগ্রহণকারী আনোয়ারুল ইসলাম রতন গতকাল বাংলাদেশ সময় রাত নয়টায় জার্মানির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি ক্যান্সারে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৬৭ বছর। সূত্র: বাসস

Leave A Reply

Your email address will not be published.