ভারতীয় ভূখণ্ডে চীনা বাহিনী, দিল্লি পাঠাল যুদ্ধবিমান
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিম লাদাখ সীমান্তের গালওয়ানে চীনা বাহিনীর উপস্থিতির খবর পেয়ে যুদ্ধবিমান পাঠিয়েছে ভারত। বুধবার নিজেদের শক্তির সক্ষমতা দেখাতে হিমালয় বেষ্টিত ওই অঞ্চলটিতে যুদ্ধবিমান পাঠানো হয়।
ভারতীয় সেনা সূত্রের মাধ্যমে এএফপির বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া।
সংবাদমাধ্যমটির একটি প্রতিবেদনে জানানো হয়, দুই দেশের সেনাবাহিনীদের রক্তক্ষয়ী সংঘর্ষে ভারতের ২০ ও চীনের সেনা নিহতের পর সমঝোতার বিষয়টি দুই দেশের পক্ষ থেকে জানানো হয়। কিন্তু তাদের সেনা সীমান্ত থেকে সরানো হয়নি। তাই ভারত সীমান্তে শক্তি বাড়িয়ে রাখছে।
ভারতীয় সেনার বরাত দিয়ে জানানো হয়, ১৫ জুন গালওয়ান উপত্যাকায় দুই দেশের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে চীনা বাহিনী ভারতের বেশ কয়েক কিলোমিটার ভূখণ্ড দখল করেছে। এখনো ওই জায়গা দখলে রেখেছে তারা। তাই সীমান্তের ২৪০ কিলোমিটার দূরে নিয়মিত ইন্ডিয়ান জেট উড়ছে।
বুধবার চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সিনিয়র কর্নেল উ কিয়ান এক বিবৃতিতে বলেন, চীনের সার্বভৌম অধিকারের আওতায় রয়েছে গালওয়ান। বহু বছর ধরে সেখানে চীনা বাহিনী নজরদারি চালিয়ে আসছে। বছরের এপ্রিল থেকে একতরফাভাবে নির্মাণকাজ শুরু করে ভারতীয় সেনা। একাধিকবার চীনের পক্ষ থেকে প্রতিবাদ করা হয়।
এ ঘটনায় চীনা কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে প্রতিবাদ জানায় ভারত। গালওয়ান উপত্যাকার ওপর চীনের সার্বভৌমত্বকে অস্বীকারও করেছে ভারত।