করোনা জয় করলেন উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ

298

ঢাকা: জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও মৌলভীবাজার-৪ আসনের (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সংসদ সদস্য (এমপি) উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ করোনা মুক্ত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ জুন) বিষয়টা নিশ্চিত করেন তার ব্যক্তিগত সহকারী ইমাম হোসেন সোহেল।

জানা গেছে, করোনার ফলোআপ রিপোর্ট নেগেটিভ আসায় চিকিৎসকরা করোনামুক্তের কথা জানিয়েছেন। চিকিৎসকরা সিদ্ধান্ত দেয়ার পর বাসায় নিয়ে যাওয়া হবে তাকে।

উল্লেখ্য, গত ১৪ জুন এমপি আব্দুস শহীদ করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে তাকে আরও উন্নত চিকিৎসার জন্য রাজধানীর স্কয়ার হাসপাতালে নেয়া হয়। বর্তমানে সেখানেই অবস্থান করছেন তিনি।

Leave A Reply

Your email address will not be published.