সেই চীনই সবার আগে ভ্যাকসিনের ফাইনাল ট্রায়াল শুরু করলো

290

আন্তর্জাতিক ডেস্ক : চীন থেকে সারাবিশ্বে ছড়িয়ে পড়েছিল করোনা! এবার সেই চীনই প্রথমবারের মতো শুরু করতে যাচ্ছে সম্ভাব্য করোনাভাইরাস ভ্যাকসিনের ফাইনাল ধাপের ট্রায়াল।

চায়না ন্যাশনাল বায়োটেক গ্রুপের (সিএনবিজি) তৈরি এ ভ্যাকসিনের চূড়ান্ত ট্রায়াল হবে সংযুক্ত আরব আমিরাতে। এ বিষয়ে মঙ্গলবার (২৩ জুন) সিএনবিজি ও আমিরাতি গ্রুপ ৪২-এর মধ্যে আনুষ্ঠানিক চুক্তি হয়েছে।

চীনের প্রথম কোম্পানি হিসেবে সিএনবিজি’ই বিদেশে করোনা ভ্যাকসিনের ট্রায়াল শুরু করতে যাচ্ছে।

গবেষকরা জানিয়েছেন, তাদের এই ভ্যাকসিনের প্রথম দুই ধাপের পরীক্ষা সফল হয়েছে। তবে চীনে করোনার সংক্রমণ কমে আসায় এবার বিদেশে এর তৃতীয় ধাপের পরীক্ষা চালানো হচ্ছে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভ্যাকসিনের ট্রায়াল হয় মূলত তিন ধাপে। প্রথম ধাপে থাকে সুরক্ষার পরীক্ষা। দ্বিতীয় ধাপে প্রতিরোধী ক্ষমতার পরীক্ষা এবং তৃতীয় ধাপে হয় বিপুল সংখ্যক মানুষের ওপর ভ্যাকসিনের কার্যকারিতা পরীক্ষা। মূলত তিনটি ধাপেই সুরক্ষা ব্যবস্থার দিকে কড়া নজর রাখা হয়। এসব পরীক্ষায় সফল হলে ভ্যাকসিনটি গণহারে মানুষের মধ্যে প্রয়োগযোগ্য ঘোষণা করা হয়।

সিএনবিজি এক বিবৃতিতে জানিয়েছে, তাদের ভ্যাকসিনটি প্রথম ও দ্বিতীয় ধাপে সফল হয়েছে। ব্যবহারকারীদের কারোরই তেমন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি এবং ২৮ দিনে দু’টি ডোজ দেয়ার পরেই তাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, করোনার এ ভ্যাকসিনটি চলতি বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতেই বাজারে আসতে পারে। সূত্র: সিজিটিএন।

Leave A Reply

Your email address will not be published.