আমেরিকান ইন্সটিটিউট অব বাংলাদেশ স্টাডিজের প্রেসিডেন্ট আলী রিয়াজ

265

যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির বিশিষ্ট অধ্যাপক আলী রিয়াজ আমেরিকান ইন্সটিটিউট অব বাংলাদেশ স্টাডিজের (এআইবিএস) প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তিনি আগামী ১ অক্টোবর দায়িত্ব গ্রহণ করবেন। আমেরিকান ইন্সটিটিউট অব বাংলাদেশ স্টাডিজের প্রেসিডেন্টের পদের মেয়াদ ৪ বছর। 

প্রসঙ্গত, আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ হলো মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি গবেষণা প্রতিষ্ঠান যা বাংলাদেশ এবং এর সাথে সম্পর্কিত বিষয়গুলো নিয়ে গবেষণা করে। বর্তমানে এআইবিএসের সদস্য ২৫টি বিশ্ববিদ্যালয়। এর মধ্যে আছে ইউনিভার্সিটি অব শিকাগো, করনেল ইউনিভার্সিটি, অস্টিনে ইউনিভার্সিটি অব টেক্সাস, জন হপকিন্স ইউনিভার্সিটি, কলম্বিয়া ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া-বার্কেলে। বাংলাদেশের ২৪টি বিশ্ববিদ্যালয়ের সাথে এআইবিএস সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে যার মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, ব্রাক, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)  ও  নর্থ সাউথ ইউনিভার্সিটি।

Leave A Reply

Your email address will not be published.