সাহারা খাতুনের অবস্থা অপরিবর্তিত

264
ঢাকা: জ্বর, অ্যালার্জিসহ বিভিন্ন বার্ধক্যজনিত রোগে অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন এখনো আশঙ্কামুক্ত নন।

শনিবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ইউনাইটেড হাসপাতালের যোগাযোগ ও ব্যবসা উন্নয়ন বিভাগের প্রধান ডা. সাগুফা আনোয়ার।

তিনি বলেন, তাকে হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) রাখা হয়েছে। তবে এখনো তাকে ভেন্টিলেটর সাপোর্ট দেয়ার প্রয়োজন হয়নি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার খোঁজখবর নিয়েছেন। তাকে আরো কয়েক দিন হাসপাতালে থাকতে হতে পারে। দলের ত্যাগী প্রবীণ এ নেতার জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.