হাসপাতালে ভর্তি করোনায় আক্রান্ত সাবেক সংসদ সদস্য বদি

250

ঢাকা: কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি রাজধানীর ধানমণ্ডি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ সকালে তিনি ভর্তি হন। তার শারীরিক অবস্থা ভালো রয়েছে।

এরআগে গতকাল শুক্রবার কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা শেষে তার করোনা পজেটিভ আসে। তবে তার স্ত্রী বর্তমান সংসদ সদস্য শাহিন আকতারের করোনা নেগেটিভ রিপোর্ট এসেছে।

পরে সন্ধ্যার পর উন্নত চিকিৎসার জন্য তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হন। সকালে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

প্রেস সচিব হেলাল উদ্দিন জানান, ৫/৬ দিন ধরে জ্বরে ভুগছিলেন বদি। গতকাল করোনা নমুনা পরীক্ষায় ফল পজেটিভ আসে।

Leave A Reply

Your email address will not be published.