সুরক্ষা নিশ্চিত করে করোনা মোকাবিলায় জোর দিলেন প্রধানমন্ত্রী

312

ঢাকা: বাংলাদেশ যুদ্ধ চায় না, শান্তি চায় জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বে শান্তি বজায় রাখতে বাংলাদেশের চেষ্টা অব্যাহত থাকবে। করোনা দুর্যোগ মোকাবিলায় সবাইকে সুরক্ষিত থেকে দায়িত্ব পালনের ওপর জোর দেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুদ্ধ জাহাজ বানৌজা সংগ্রামের কমিশনিংয়ের সময় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, করোনা থেকে একদিন মুক্তি মিলবে। আবারো স্বাভাবিক জীবনে ফিরবে দেশ।

৯ জুলাই লেবাননের উদ্দেশ্যে যাত্রা শুরু করতে যাওয়া জাহাজটির নৌ সেনাদের নিজেদের সুরক্ষিত রাখার তাগিদ দেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর নির্দেশে কমিশনিং ফরমান হস্তান্তরের পর জাহাজটির নামফলক উন্মোচন করে প্রথা অনুযায়ী ঘণ্টা ও বিউগল বাজানো হয়। পরে জাতীয় সংগীতের মাধ্যমে শেষ হয় যুদ্ধ জাহাজ বানৌজা সংগ্রামের কমিশনিং।

Leave A Reply

Your email address will not be published.