সংসদ অধিবেশনে যোগ দেওয়া এমপি করোনায় আক্রান্ত

227

ঢাকা: করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সম্প্রতি সংসদে বাজেট অধিবেশনে যোগ দেওয়া সংসদ সদস্য মোকাব্বির খান।

তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার মোকাব্বির খানের এপিএস জুবের খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সংসদ সদস্যের করোনা পরীক্ষার রিপোর্ট এসেছে। সেখানে করোনা পজিটিভ হয়েছে তার। তবে তিনি শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছেন।

সোমবার শ্বাসকষ্ট নিয়ে সিএমএইচে ভর্তি হন গণফোরামের দলীয় সংসদ সদস্য মোকাব্বির খান। এরপর তার করোনা পরীক্ষা করা হয়।

জুবের খান জানান, বর্তমানে ওনার শ্বাসকষ্ট কমেছে। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

মোকাব্বির খান গত ১০ জুন বাজেট অধিবেশন শুরুর দিন সংসদের বৈঠকে যোগ দিয়েছিলেন।

তিনি বেশ কয়েকদিন ধরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের এমপিদের জন্য বরাদ্দ ন্যাম ভবনের ফ্ল্যাটে অবস্থান করছিলেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসন থেকে গণফোরামের দলীয় প্রতীক উদীয়মান সূর্য নিয়ে নির্বাচিত হন মোকাব্বির খান।

সূত্র : ইত্তেফাক

Leave A Reply

Your email address will not be published.