যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো বিমানবাহিনীর প্রধান হলেন এক কৃষ্ণাঙ্গ

246

আন্তর্জাতিক ডেস্ক : পুলিশি নৃশংসতা ও নির্যাতনে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যার ঘটনায় বর্ণবাদবিরোধী ক্ষোভে ফুঁসছে গোটা যুক্তরাষ্ট্র।

দেশটির ৫০ স্টেটের ১৪০টি বড় শহরএখন বিক্ষোভে উত্তাল।

এমন উত্তাল পরিস্থিতিতে জেনারেল চার্লস ব্রাউন জুনিয়র নামের এক কৃষ্ণাঙ্গ কর্মকর্তাকে বিমানবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে মার্কিন সিনেট।

সে হিসাবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো কোনো কৃষ্ণাঙ্গ এ পদে আসীন হলেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, মঙ্গলবার মার্কিন সিনেটে জেনারেল চার্লস ব্রাউনকে বিমানবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেয়ার প্রস্তাবটি সর্বসম্মতভাবে পাস হয়। তার পক্ষে ৯৮ ও বিপক্ষে শূণ্য ভোটে ব্রাউনের মনোনয়ন অনুমোদন করে সিনেট।

এদিকে কৃষ্ণাঙ্গ ব্রাউন বিমানবাহিনীর প্রধান হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে টুইট করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

টুইটে তিনি লিখেছেন, এটা আমেরিকার জন্য ঐতিহাসিক একটি দিন। জেনারেল ব্রাউন একজন অসাধারণ দেশ প্রেমিক এবং তিনি দুর্দান্ত নেতৃত্ব দেবেন।

Leave A Reply

Your email address will not be published.