করোনায় ফের মৃত্যু বাড়ল যুক্তরাষ্ট্রে

342

আন্তর্জাতিক ডেস্ক : দুই মাসের ভেতর একদিন ৫০০’র কম মৃত্যু দেখার পর নভেল করোনাভাইরাসে বুধবার আমেরিকায় আবার প্রায় এক হাজার মানুষ মারা গেছেন। দেশটির সরকারি তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৮১৯ জনের মৃত্যু হয়েছে।

বুধবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টা পর্যন্ত হিসাবে এত সংখ্যা মানুষ সেখানে মারা গেলেন। কিন্তু আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের সবশেষ হিসাব (রিয়েল টাইম) অনুযায়ী বাংলাদেশ সময় সকাল আট পর্যন্ত দেশটিতে নতুন মৃত্যুর সংখ্যা ১ হাজার ছাড়িয়ে গেছে। এই প্রতিবেদন লেখার সময়, ওয়ার্ল্ডওমিটারের ওয়েবসাইটে বলা হয়েছে, আমেরিকায় নতুন করে ১ হাজার ৯৩ জনের মৃত্যু হয়েছে।

ডোনাল্ড ট্রাম্পের দেশে সব মিলিয়ে ১ লাখ ১৪ হাজার ১৪৮ জন মারা গেলেন নতুন এই রোগে। মোট শনাক্ত হয়েছেন ২০ লাখ ৪৫ হাজার ৫৪৯ জন। বিপরীতে সুস্থ হয়েছেন ৭ লাখ ৮৮ হাজার ৮৬২ জন।

আক্রান্তে দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে মোট কভিড-১৯ পজিটিভ রোগীর সংখ্যা ৭ লাখ ৪২ হাজার ৮৪ জন। মোট মৃত্যু ৩৮ হাজার ৪৯৭ জনের। দেশটির সরকার তাদের ওয়েবসাইট থেকে তথ্য সরিয়ে ফেলায় মঙ্গলবার মৃত্যুর তথ্য জানা যায়নি। আদালতের নির্দেশে আবার তারা ওয়েবসাইট আপডেট করেছে।

তিন নম্বরে রাশিয়া। দেশটির সরকারের দেয়া তথ্য অনুযায়ী, মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৮৫ হাজার ২৫৩, মৃত্যু ৬ হাজার ১৪২ জনের।

যুক্তরাজ্যে এখন পর্যন্ত ৪০ হাজার ৮৮৩ জনের প্রাণ কেড়েছে করোনা। দেশটিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮৯ হাজার ১৪০ জন।

স্পেনে ২ লাখ ৮৯ হাজার ৪৬ জন আক্রান্তের পাশাপাশি ২৭ হাজার ১৩৬ জন মারা গেছেন।

ভারতে এখন পর্যন্ত মোট আক্রান্ত ২ লাখ ৭৬ হাজার ১৪৬ জন, মৃত্যু ৭ হাজার ৭৫০ জনের।

গোটা পৃথিবীতে এই রোগটিতে ৪ লাখ ১৩ হাজার ৬২৭ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্ত ৭৩ লাখ ১৬ হাজার ৯৪৪ জন। বিপরীতে সুস্থ হয়েছেন ৩৬ লাখ ২ হাজার ৫০২ জন।

Leave A Reply

Your email address will not be published.