৬ দফা দিবস স্মরণে নিউইয়র্কে আওয়ামী লীগের সভা

284

যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ঐতিহাসিক ‘৬ দফা দিবস’ উপলক্ষে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের উদ্যোগে ৭ জুন ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সভায় সভাপতিত্ব করেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী। আয়োজক সংগঠনের অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত তালুকদারের সমন্বয়ে এ সভায় আরও বক্তব্য দেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের অন্যতম সহ-সভাপতি হাজী আবদুল কাদের মিয়া, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আমিনুল ইসলাম কলিন্স, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাব আলী খান লিটন এবং খায়রোল ইসলাম খোকন, সাংগঠনিক সম্পাদক মতিউর চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক রাজ চৌধুরী, কার্যনির্বাহী পরিষদের সদস্য ও মানবাধিকার নেতা এটিএম মাসুদ প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.