জো বাইডেনকে এবার সাবেক মন্ত্রী কলিন পাওয়েলের সমর্থন

358

আন্তর্জাতিক ডেস্ক : আগস্টে উইসকনসিনে ডেমোক্র্যাটদের জাতীয় কনভেনশনে আনুষ্ঠানিকভাবে বাইডেনের নাম ঘোষিত হবে।

সম্প্রতি নিজ দলের ৩৯৭৯ প্রতিনিধির মধ্যে ১৯৯১ জনের সমর্থন পেয়ে যান এ নেতা। ফলে ৩ নভেম্বরের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি হচ্ছেন সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট। খবর আলজাজিরা ও রয়টার্সের।

এবার জো বাইডেনকে সমর্থন দিলেন সাবেক প্রতিরক্ষামন্ত্রী ও প্রভাবশালী রিপাবলিকান নেতা কলিন পাওয়েল। ১৯৯১ সালে জর্জ বুশের শাসনামলে ইরাক যুদ্ধের নেতৃত্ব দেন তৎকালীন সেনাপ্রধান কলিন পাওয়েল।

বার্নি স্যান্ডার্স হঠাৎ করে নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ানোয় ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে বাইডেনের নামই প্রায় চূড়ান্ত। এবার তাকে প্রভাবশালী বিরোধীদলীয় নেতারাও সমর্থন দেয়া শুরু করেছেন।

ফলে আগামী নির্বাচনে জেতা ট্রাম্পের জন্য বেশ কষ্টকরই হবে বোঝা যাচ্ছে। নিজ দলের প্রতিদ্বন্দ্বী স্যান্ডার্স আগেই জানিয়েছিলেন, ট্রাম্পের বিরুদ্ধে তার প্রচার দল কাঁধে কাঁধ মিলিয়ে বাইডেনের প্রচার দলকে সহায়তা করবে।

বছরের শুরুতে অনেক ডেমোক্র্যাট নেতাই প্রেসিডেন্ট পদে লড়ার দৌড়ে নাম লিখিয়েছিলেন। কিন্তু তাতে বরাবরই এগিয়েছিলেন বাইডেন।

ট্রাম্পের কট্টর সমালোচক বাইডেন জনপ্রিয়তার দিক থেকেও বর্তমান প্রেসিডেন্টের কাছ থেকে অনেকটাই এগিয়ে।

অবশ্য ট্রাম্পের দাবি, এসব সমীক্ষায় তিনি বিশ্বাসী নন। নভেম্বরে আসল লড়াইয়ে তিনিই জিতবেন বলে আশাবাদী ট্রাম্প। বাইডেনকে তিনি ‘স্লিপি জো’ বলে ডেকে থাকেন।

বাইডেন প্রেসিডেন্ট হলে করের বোঝা বাড়বে বলেও আমেরিকার মানুষকে সতর্ক করেছেন ট্রাম্প। বাইডেনের সীমান্ত নীতিকেও বরাবর আক্রমণ করে এসেছেন তিনি।

Leave A Reply

Your email address will not be published.