ফ্লয়েড হত্যার প্রতিবাদে অংশ নিলেন ট্রাম্পের মেয়ে

305

আন্তর্জাতিক ডেস্ক: জর্জ ফ্লয়েডকে হত্যার প্রতিবাদ করলেন ডোনাল্ড ট্রাম্পের ছোট মেয়ে টিফ্যানি আরিয়ানা ট্রাম্প। সামাজিক মাধ্যমে তিনি এই প্রতিবাদ জানিয়েছেন। খবর ডয়চে ভেলের।

তাঁর ইনস্টাগ্রামে একটা কালো স্ক্রিন পোস্ট করলেন ডোনাল্ড ট্রাম্পের ছোট মেয়ে টিফ্যানি আরিয়ানা ট্রাম্প। বিশ্বজুড়ে প্রতিবাদ করার সময়, বিক্ষোভের সমর্থন করার সময় এভাবেই কালো স্ক্রিন পোস্ট করা হয়। কালো স্ক্রিনের সঙ্গে টিফ্যানি হ্যাশট্যাগও জুড়ে দিয়েছেন, জাস্টিস ফর জর্জ ফ্লয়েড। মানে, জর্জ ফ্লয়েডের ন্যায়বিচার চাই। আর তার সঙ্গে তিনি জুড়ে দিয়েছেন হেলেন কিলারের লেখা কয়েকটা লাইন, সহজ বংলায় বললে, ”একা আমরা খুব বেশিকিছু করতে পারব না, কিন্তু একসঙ্গে আমরা অনেক কিছু করতে পারি।” এভাবেই ফ্লয়েডকে হত্যার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভকারীদের পাশে এসে দাঁড়িয়েছেন ট্রাম্পের ছোট মেয়ে। তাঁর মা এবং ট্রাম্পের দ্বিতীয় স্ত্রী মার্লা ম্যাপেলও একইভাবে নিজের ইনস্টাগ্রামে কালো স্ক্রিন পোস্ট করেছেন।

অন্যদিকে জর্জ ফ্লয়েডকে হত্যার আগে বেআইনিভাবে আটক করার দায়ে আরও তিনজন পুলিশ কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিলো প্রশাসন। আর তাঁকে হত্যার দায়ে মূল অভিযুক্ত পুলিশ কর্মীর বিরুদ্ধে আরও কড়া আইনের ধারা প্রয়োগ করা হয়েছে। ফ্লয়েডের হত্যার পিছনে এই চার পুলিশ কর্মীই ছিলেন। সকলের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হলো। মিনেসোটায় বিক্ষোভকারীদের এই দাবি মেনে নিতে বাধ্য হয়েছে প্রশাসন।

Leave A Reply

Your email address will not be published.