গত ২৪ ঘন্টায় ২৯১১ জনের দেহে করোনা শনাক্ত, মোট ৫২,৪৪৫

241

ঢাকা: বাংলাদেশে গত ২৪ ঘন্টায় নতুন করে ২ হাজার ৯১১ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫২ হাজার ৪৪৫ জন।

একই সময়ে প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩৭ জন। এ নিয়ে দেশে করোনায় প্রাণহানি হলো মোট ৭০৯ জনের।

মঙ্গলবার দুপুরে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ৫২ টি ল্যাবে ১২ হাজার ৭০৪ টি নমুনা পরীক্ষা করে ২ হাজার ৯১১ জনের দেহে করোনার সংক্রমণ পাওয়া গেছে। দেশে শনাক্তের হার ২২ দশমিক ৯১ শতাংশ।

ডা. নাসিমা সুলতানা জানান, নতুন করে সুস্থ হয়েছেন ৫২৩ জন করোনা রোগী। এ নিয়ে মোট ১১ হাজার ১২০ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় এবং ১৮ মার্চ এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। এরপর থেকে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।

Leave A Reply

Your email address will not be published.