জি-৭ সম্মেলনে ট্রাম্পের আমন্ত্রণ ফিরিয়ে দিলেন মার্কেল

238

আন্তর্জাতিক ডেস্ক: ওয়াশিংটনে জুন মাসের শেষের দিকে অনুষ্ঠেয় বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর সংস্থা গ্রুপ অব সেভেন (জি-৭) এর আসন্ন সম্মেলনে এবার উপস্থিত থাকবেন না জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল। খবর মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর।

পলিটিকোর এক প্রতিবেদনে বলা হয়, জুনের শেষে ওয়াশিংটনে জি-৭ সম্মেলনে অংশগ্রহণের জন্য অ্যাঞ্জেলা মার্কেলকে আমন্ত্রণ জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে অ্যাঞ্জেলা মার্কেল সেই আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছেন।

এ বিষয়ে জার্মান সরকারের মুখপাত্র স্টেফেন সেইবের্ট বলেন, চ্যান্সেলর প্রেসিডেন্ট ট্রাম্পকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানিয়েছেন। তবে বৈশ্বিক মহামারির এমন পরিস্থিতিতে সকল কিছু বিবেচনা করে তিনি ওয়াশিংটনে যেতে রাজি হননি।

তবে পরিস্থিতি পরিবর্তন হলে সিদ্ধান্ত পুনঃবিবেচনা করা হবে বলে জার্মান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.